Kolkata News:এন্টালিতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় দুষ্কৃতীরা এসে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ
ABP Ananda Live: আজাদগড়ের পর এবার এন্টালি।গতকাল রাতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন এবং যার ফলে দুষ্কৃতীরা এসে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করছেন। প্রতিবাদী সায়ন কুণ্ডুর দাবি তাঁরা বাড়ির সামনে এবং প্রকাশ্যে রাস্তায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন। ছেলেকে বাঁচাতে গেলে গালিগালাজ করা হয় প্রতিবাদীর বাবা এবং মাকে।
রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Kolkata Weather)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।