Kolkata News: অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায়, গুলি চালানোর হুমকি। ABP Ananda Live
অটো চালক পছন্দ মতো রুটে যেতে না চাওয়ায়, গুলি চালানোর হুমকি। গড়িয়া অটো স্ট্যান্ডের কাছে দামি গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেন দুই যুবক। অভিযোগ পেয়ে পৌঁছয় পাটুলি থানার পেট্রোলিং ভ্যান। আগ্নেয়াস্ত্র সমেত দুই যুবককে গ্রেফতার করে। আগ্নেয়াস্ত্র ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ
জানিয়েছে, ধৃত দীপায়ন দত্তর দাবি, তাঁর বাবা চিকিৎসক, বাবার গাড়ি নিয়েই বেরিয়েছিলেন। অভিযোগ, আজ ভোর ৫টা নাগাদ দামি গাড়ি চড়ে মত্ত অবস্থায় আসেন দীপায়ন ও তাঁর সঙ্গী চিরঞ্জিত কর্মকার। গড়িয়া মোড়ের অটো স্ট্যান্ডে গিয়ে তাঁরা সোনারপুর যেতে বলেন অটো চালককে। তিনি রাজি না হওয়ায়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে খুনের হুমকি দেন বলে অভিযোগ। দীপায়ন দত্ত বাঁশদ্রোণীর বাসিন্দা।

















