Cervical cancer: সারভাইক্যাল ক্যানসার সচেতনতায় আলোচনাসভার আয়োজন করল বি.পি. পোদ্দার হাসপাতাল
ABP Ananda Live: সারভাইক্যাল ক্যানসার মানে সেই আতঙ্কই বেড়ে যায় কয়েকগুন। আর ভারতীয় মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যানসারের পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে
সারভাইক্যাল ক্যানসার। তবে চিকিৎসকদের একটা বড় অংশ মনে করেন, ক্যানসার প্রতিরোধ করতে অনেক বেশি প্রয়োজন সচেতনতার। সেই লক্ষ্যেই প্রতি বছর ২২-২৮ জানুয়ারি পালন হয় সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধ সপ্তাহ। নিউ আলিপুরের বি.পি. পোদ্দার হাসপাতালে এই উপলক্ষ্যে আয়োজিত হল এক আলোচনাসভা। কীভাবে সজাগ থেকে, সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, আলোচনায় উঠে এল সেই বিষয়ই। এদিনের আলোচনাসভায় চিকিৎসক মেঘা খান্না তুলে ধরলেন সারভাইক্যাল ক্যানসার নিয়ে আধুনিকতম গবেষণার কথা। সারভাইক্যাল ক্যানসার সচেতনতায় আলোচনাসভার আয়োজন করল বি.পি. পোদ্দার হাসপাতাল। নিউ আলিপুরের হাসপাতালে আলোচনাসভায় বক্তব্য রাখলেন বিশিষ্ট চিকিৎসকরা।
সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তুলে ধরা হল সেই বিষয়টিই।



















