BJP News: সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির বিক্ষোভ | ABP Ananda Live
ABP Ananda Live: সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির বিক্ষোভ। গতকাল বিজেপির কালীঘাট চলো অভিযানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি। তারপর আজকে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ।
রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে!
রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় অর্জুনের অনুগামীদের। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শোরগোল। অশান্তি পাকানোর অভিযোগে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ জানালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র, হিন্দুদেরও বন্ধু, তাই সে দেশের পতাকা নেওয়ায় দোষ দেখছেন না অর্জুন সিং। যদিও রামনবমীর মিছিলে কেন ইজরায়েলের পতাকা, তা নিয়ে প্রশ্ন উঠছে।


















