Building Collapsed : বাঘাযতীনকাণ্ডের ছায়া কামারহাটিতে। ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল
ABP Ananda LIVE : বাঘাযতীনকাণ্ডের ছায়া কামারহাটিতে। ফের হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিয়াবাগান এলাকায় গতকাল হেলে পড়া বহুতল যন্ত্রের সাহায্যে সোজা করার কাজ করছিল। তার জেরে আরও হেলে পড়ে নির্মীয়মাণ বহুতল। খবর পেয়ে পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করেন। প্রোমোটার পলাতক। স্থানীয়দের অভিযোগ, পুকুর ভরাট করে বছর খানেক ধরে ওই বহুতল তৈরি হচ্ছিল। নিষেধ করলে কর্ণপাত করেননি প্রোমোটার। ঘিঞ্জি এলাকায় একাধিক বাড়ি ও সরকারি স্কুল রয়েছে। আতঙ্কিত বাসিন্দারা। কামারহাটি পুরসভার চেয়ারম্যানের দাবি, প্রোমোটারকে নোটিস দেওয়া হলেও, নির্মাণ চলছিল। ঘটনার পর টনক নড়েছে পুরসভার। প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
WB News Live Updates: সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী
সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী। যদিও তাতে সায় নেই তিলোত্তমার পরিবারের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে, এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিলোত্তমার মা-বাবা।

















