TET Protest: নিয়োগের দাবিতে পথে ২০২২'র TET উত্তীর্ণরা। করুণাময়ীতে বিক্ষোভ। ধরপাকড় পুলিশের
ABP Ananda LIVE: নিয়োগের দাবিতে পথে ২০২২'র TET উত্তীর্ণরা। করুণাময়ীতে বিক্ষোভ। মিছিল শুরুর আগেই ধরপাকড় পুলিশের। চাকরির দাবিতে উত্তাল রাজপথ। চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযানে ধুনধুমার।
ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বিকল মনোরেল, শূন্যে আটকে যাত্রীরা, ঘটনাস্থলে পৌঁছল ক্রেন
মাথার উপর দিয়ে ট্রেন ছোটানোর ভাবনা এসেছিল জাপানকে দেখে। কিন্তু ভারী বৃষ্টিতে মায়ানগরীতে মাথার উপর আটকে গেল সেই মনোরেলই। ভারী বৃষ্টিতে মনোরেলটি আটকে গিয়েছে, কিছুতেই ট্রেন চালু করা যাচ্ছে না বলে খবর। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে মাটি থেকে উঁচুতে, লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মনোরেল। এক ঘণ্টার বেশি সময় ধরে ১০০-র বেশি যাত্রী তাতে আটকে রয়েছেন বলে খবর। (Mumbai News)
ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ক্রেন দিয়ে নামানোর চেষ্টা করা হচ্ছে যাত্রীদের। ট্রেনের দরজা খোলা যাচ্ছে না বলে দানা গিয়েছে। সেই অবস্থায় যাত্রীরা কী ভাবে বেরোবেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট (MMRDA) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। আর তাতেই আটকে গিয়েছে মনোরেল। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে তারা।



















