Kabsa Case: ল' কলেজে ঘটনার পুনর্নির্মাণ, নিয়ে যাওয়া হল ধৃত নিরাপত্তারক্ষীকেও। করা হল থ্রিডি ম্যাপিংও
ABP Ananda LIVE: কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ, জেব, প্রমিতদের নিয়ে ল' কলেজে ঘটনার পুনর্নির্মাণ। নিয়ে যাওয়া হল ধৃত নিরাপত্তারক্ষীকেও। করা হল থ্রিডি ম্যাপিংও।
কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের মামলায় কোর্টে ভর্ৎসিত CBI, 'তথ্যপ্রমাণ দুই বছর আগে পেয়ে, ৪ বছর পর জমা ?..'
কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। '৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?', বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।
এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের।



















