Kolkata Lynching Incident: খাস কলকাতায় কীভাবে গণপিটুনি? ঠিক কী হয়েছিল হতভাগ্য ইরশাদ আলমের সঙ্গে?
Kolkata News: রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মার। এরপর, উদয়ন হস্টেলের ৩ আবাসিক চলে যান কেকের দোকানের সিসি ক্য়ামেরার ফুটেজ ডিলিট করতে। বউবাজারের টেলিভিশন মেকানিক ইরশাদ আলমের মৃত্যুতে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। সোমবার ঘটনাস্থলে আসবে ফরেন্সিক। কী ঘটেছিল শুক্রবার সকালে? কীভাবে মৃত্যু হল টেলিভিশন মেকানিক ইরশাদ আলমের? কীভাবে বউবাজারের বুকে ঘটে গেল 'পিটিয়ে খুনে'র মতো ন্যক্কারজনক ঘটনা? বউবাজারে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে, ইতিমধ্যেই উদয়ন হস্টেলের ১৪জন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে ২ জন প্রাক্তন ছাত্র। চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই হস্টেলে থাকতেন তাঁরা। তাঁদের ওপরে হস্টেলের রান্না ও কেয়ার টেকারের দায়িত্ব ছিল। এই দুজনের মধ্যে একজনের মোবাইল ফোন চুরি গিয়েছিল। শুক্রবার যখন ইরশাদ আলম নির্মলচন্দ্র স্ট্রিটের কফি আনতে গিয়েছিলেন, তখনই মোবাইল ফোন চোর সন্দেহে তাঁর উপর চড়াও হন হস্টেলের ছাত্ররা। ABP Ananda Live