Kolkata News: অবশেষে খুলল ল'কলেজ । কলেজের সামনে মোতায়েন প্রচুর পুলিশ
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের ১১ দিন পরে অবশেষে খুলল ল'কলেজ । আজ সকাল ৮টায় কলেজ খোলে । কলেজ খুললেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ । আইডি কার্ড ছাড়া কোনও পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না । সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকতে পারবেন । নির্দিষ্ট সময়ের পরে কেউ কলেজে থাকতে পারবে না । কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে । কলেজের গার্ডরুম এবং ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ আছে । অনুমতি ছাড়া কোনও অফিসিয়াল নথিপত্র, এমপ্লয়ি রেজিস্টার, অ্য়াটেনডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না
আরও খবর....
এক সপ্তাহের উপর পঠনপাঠন বন্ধ থাকার পর, আজ খুলল কসবার ল'কলেজের গেট। ২৫ জুন, ক্য়াম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজ। গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন? কেন বন্ধ থাকবে পড়াশোনা? উঠছিল এই প্রশ্ন। এই প্রেক্ষাপটেই জুলাইয়ে পরীক্ষা থাকায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও। পুলিশের তরফে চিঠিতে জানানো হয়, কলেজে পঠনপাঠন চালানোর ব্য়াপারে কোনও আপত্তি নেই।
কসবাকাণ্ডের ১১ দিন পরে অবশেষে খুলল ল'কলেজ. আজ সকাল ৮টায় কলেজ খোলে। কলেজ খুললেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া কোনও পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকতে পারবেন। নির্দিষ্ট সময়ের পরে কেউ কলেজে থাকতে পারবে না। কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের গার্ডরুম এবং ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ আছে। অনুমতি ছাড়া কোনও অফিসিয়াল নথিপত্র, এমপ্লয়ি রেজিস্টার, অ্য়াটেনডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না।


















