Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের
ABP Ananda LIVE : চাকরি চেয়ে ফের পথে ২০২২-এর TET উত্তীর্ণরা । দ্রুত নিয়োগের দাবিতে পথে নামেন তাঁরা। কবে মিলবে চাকরি ? সেই প্রশ্ন তুলে সরব হন। সল্টলেকে প্রতীকী বেকার মেলা ও চপ ভেজেও প্রতিবাদ জানান TET উত্তীর্ণরা।
এদিন নিয়োগের দাবিতে পথে নামেন ২০২২-এর টেট উত্তীর্ণরা । সেখানে তাঁরা আলাদাভাবে চপ ভাজার আয়োজন করেন। প্রতীকী বেকার মেলা করেন তাঁরা। একাধিক স্টলে চপ ভাজার সরঞ্জামই শুধু নয়, তা তৈরি করতেও দেখা যায়। তাঁদের বক্তব্য, ২০২২-এ তাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন। তাঁরা আদালতেও গিয়েছিলেন। যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই কোনও মাইক ব্যবহার বা এই জাতীয় কোনও বিশেষ কর্মসূচিতে না গিয়ে, আদালতের অনুমতির ভিত্তিতে তাঁরা ইন্দিরা ভবনের সামনে কর্মসূচি পালন করেন। তাঁদের ইচ্ছা ছিল, এটা তাঁরা বিকাশ ভবনে করবেন। কিন্তু, এখন তাঁরা সেই অনুমতি পাননি। তাই ইন্দিরা ভবনের সামনে অনুমতির ভিত্তিতে কর্মসূচি পালন করেন।
এক আন্দোলনকারী TET উত্তীর্ণ চাকরিপ্রার্থী বলেন, "২০১৭ সালের পর দীর্ঘ ৫ বছর রাজ্যে টেট ছিল না। ২০২২-এর ডিসেম্বর মাসে টেট হল। রেজাল্ট পাবলিশ করে দাবি করা হয়েছিল, বছরে ২ বার নিয়োগ। টেট পাস করে কেউ বসে থাকবে না। কিন্তু, টেট পাস করে আমরা অলরেডি দুই বছর পার করে ফেলেছি। ইন্টারভিউ হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন, নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউটুকু দিন। "

















