Sukanta Majumdar: 'স্বপ্নে যোগীজিকে দেখেছিলেন', হকার উচ্ছেদ নিয়ে মমতাকে খোঁচা সুকান্তর।
Hawker Eviction: মাঝেরহাটে বন্দরের জমি থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে ভিড় করলেন চেতলায় মেয়রের বাড়িতে। বেশ কিছুক্ষণ ধরে তাঁরা মেয়রের বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের ক্ষোভের কথা বলেন। পুনর্বাসনের দাবিতে সরব হন। মেয়র বাড়িতে ঢোকার সময় ২ জন প্রতিনিধিকে ডেকে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপর ভিড় সরে যায়। বোলপুরের পর রামপুরহাট, ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা। তৃণমূল (TMC News) পুরসভার তরফে অভিযান শুরুর আগেই বিক্ষোভ। পে লোডার ঘিরে প্রতিবাদ। ফিরতে হল পুর কর্মীদের। বোলপুরের(bolpur) পর রামপুরহাট(rapurhat), ফুটপাত দখল-মুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। আজ সকালে তৃণমূল(tmc) পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখল মুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ। পে-লোডার ঘিরে ফেলেন তাঁরা, যন্ত্র-গাড়ির ওপর উঠে শুরু হয় প্রতিবাদ। ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে পে-লোডার নিয়ে ফিরে যান পুর কর্মীরা। এরপর রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা।পুলিশের গাড়িও আটকে দেওয়া হয়, এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ। বেআইনি নির্মাণ ভাঙতে মালদায় নামল বুলডোজার। 'স্বপ্নে যোগীজিকে দেখেছিলেন', হকার উচ্ছেদ নিয়ে মমতাকে খোঁচা সুকান্তর। ABP Ananda Live