Kolkata News: তপসিয়ায় দাবি মতো পুজোর চাঁদা দিতে দেরি করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে
ABP Ananda Live: তপসিয়ায় দাবি মতো পুজোর চাঁদা দিতে দেরি করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। রেহাই পেলেন না পরিবারের মহিলারাও। তপসিয়া থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত। অভিযোগ অস্বীকার ক্লাব সদস্যদের। আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছেন তাঁরা।
কমিশনের পাশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তিনি বলেন, 'পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১০ বছর এই পরীক্ষার তথ্য সংরক্ষণ করবে SSC'। কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর আস্থা বাড়বে, বার্তা শিক্ষামন্ত্রীর। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, 'নভেম্বর মাস থেকে শুরু ইন্টারভিউ', আগামী মঙ্গলবার নবম-দশমের মডেল উত্তর ওয়েবসাইটে। ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ-দ্বাদশের মডেল উত্তর। উত্তর চ্যালেঞ্জ করার জন্য ৫ দিনের সময়সীমা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বাড়তি ১০ নম্বর যোগ হবে ইন্টারভিউর আগে', বার্তা তাঁর।

















