Kolkata News: পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ, সন্ত্রাসবাদের ফান্ডিং কলকাতা থেকেও?
ABP Ananda Live: পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ। শহরে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ পেল NIA। ২০২৪ থেকে দফায় দফায় ঢুকেছে টাকা এসেছে। ঘুরপথে অন্য় অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। খবর NIA সূ্ত্রে।
অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপরাধের চরিত্র দ্রুত বদলাচ্ছে। অপরাধকে রুখতে অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে।রবিবাসরীয় সকালে রাজারহাটে অত্যাধুনিক সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। সেখান থেকে
শাহ সফরে জামাইষষ্ঠীতে দিলীপ
বঙ্গে অমিত শাহ। সস্ত্রীক জামাইষষ্ঠীতে দিলীপ ঘোষ। নেই শাহের কোনও কর্মসূচিতে। তিনি বলেন, দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব



















