Kolkata News : শহরে ট্রাম বাঁচাতে ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের ডাকে প্রতিবাদ সভা
ABP Ananda LIVE : শহরে এক সময়ে যে পরিমাণ ট্রামের শব্দ শোনা যেত অহরহ এখন সেই ট্রামই যেন ডুমুরের ফুল। রাজ্যসরকার বাধার সৃষ্টি করে ট্রাম তুলে দেয়ার চেষ্টা করছে। এই আবহে ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের ডাকে প্রতিবাদ সভা। সুদিন ফিরিয়ে আনতে নাচ গান আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ।
Malda News: দুষ্কৃতীর হাত থেকে যদি পালিয়ে যেতেন TMC নেতা দুলাল সরকার ? রেডি ছিল হাড় হিম করা 'প্ল্যান B' !
তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার।
মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায়, বিহারের বাসিন্দা আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। আর তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য! নতুন বছরের শুরুতে মালদার মহানন্দা পল্লিতে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। কিন্তু কী হত, যদি এই দুষ্কৃতীরা দুলাল সরকারকে খুন করতে না পারত?


















