Kolkata News: ভাসছে কলেজ স্ট্রিটের বইপাড়া, ফুটপাতে লুটোচ্ছে বই। লক্ষ লক্ষ টাকার ক্ষতি বিক্রেতাদের
ABP Ananda Live: বৃষ্টি থেমেছে। তবে, কলেজ স্ট্রিটের বইপাড়ার চেহারা চোখে জল আনার মতো। কোথাও ফুটপাতে লুটোচ্ছে বই। তো কোথাও রাস্তার পাশে পড়ে রয়েছে দলা পাকানো বইয়ের স্তূপ। বই বিক্রেতাদের দাবি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাঁদের।
'চাকরি, আর্থিক সাহায্য চাই না, আর কেউ যেন এভাবে মারা না যান', আর্জি নেতাজিনগরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের পরিবারের
একদিনের বৃষ্টিতেই লন্ডভন্ড শহর কলকাতা, জমা জলে একের পর এক মৃত্যুর ভয়াবহ ছবি। গতকাল আর আজকের দিন মিলিয়ে, ১২জন সহনাগরিককে হারিয়েছেন কলকাতাবাসী। জমা জলে তড়িতাহত হয়ে পর পর মৃত্যু। আর আজ, জমা জলে নর্দমা পরিষ্কার করতে গিয়ে, তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে এক পুরকর্মীর।
মঙ্গলবার সকালে, কলকাতার নেতাজিনগরের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে প্রাণতোষ কুণ্ডুর। প্রাণতোষ পেশায় একজন ফল ব্যবসায়ী। তাঁকে হঠাৎ হারিয়ে ভেঙে পড়েছে তাঁর পরিবার। কিন্তু চাকরি বা সরকারি সাহায্য়, কোনোটাই নিতে নারাজ তাঁর পরিবার। প্রাণতোষ কুণ্ডু পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপির প্রতিনিধি দলও। কিন্তু পরিবারের তরফ থেকে সমস্তরকম আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করা হয়েছে।


















