Bihar NewS: 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের STF-এর অপারেশন', পোস্ট কলকাতা পুলিশের
ABP Ananda Live: বিহারের হাসপাতালে শ্যুটআউট, কলকাতায় গ্রেফতার ৪। 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের STF-এর অপারেশন'। 'পাটনার চন্দন মিশ্র খুনে জড়িত ৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে'। 'ধৃতদের আদালতে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিহার পুলিশ'। এক্স হ্যান্ডলে পোস্ট কলকাতা পুলিশের।
পাটনার হাসপাতালে শ্যুটআউট, কলকাতায় গ্রেফতার ৪। আনন্দপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত তৌসিফ ওরফে বাদশা, নিশু খান-সহ ৪ জন। ধৃত নিশু খান তৌসিফ ওরফে বাদশার ভাই। 'আমার ভাই তৌসিফের সঙ্গে শেরু খানের জেলে দেখা হয়েছিল। কলকাতায় বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। পাটনার হাসপাতালে শ্যুটআউটের সময় ছিলাম না', দাবি নিশু খানের। এই নিশু খানের বাড়িতে বসেই খুনের ছক, খবর বিহার পুলিশ সূত্রে। যদিও খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার নিশু খানের। চন্দন মিশ্রর সঙ্গে শেরুর শত্রুতা ছিল, দাবি নিশু খানের। 'আমরা প্রথমে নিউটাউনের সাপুরজিতে গেছিলাম। নিউটাউন থেকে পার্ক স্ট্রিটে গেছিলাম, ওখানে হোটেল পাইনি। তারপর আনন্দপুরের গেস্ট হাউসে উঠেছিলাম। গতকালই আমাদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল', জানিয়েছে ধৃত নিশু খান।


















