Kolkata Weather Update: খটখটে রোদ্দুর, তাও কেন নামছে না জল? প্রশ্ন আবাসনের বাসিন্দাদের
ABP Ananda Live: দুর্যোগের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎহীন বালিগঞ্জের একাংশ। গড়িয়াহাট ITI-তে অন্ধকারেই চলছে ভর্তির কাউন্সেলিং। কারেন্ট না থাকায় জল তোলা যাচ্ছে না। পরিস্থিতি ভয়াবহ। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকায় নাজেহাল হচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মীরাও। স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ না করায়, সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে। এই অবস্থায় পুজোর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবি, পুজোর মুখে ফের পথে SSC চাকরিপ্রার্থীরা, বিক্ষোভ করুণাময়ীতে
কলকাতা: পুজোর মুখে ফের পথে SSC চাকরিপ্রার্থীরা। চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ। এই নম্বর দিলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, দাবি ২০২৫-এর পরীক্ষার্থীদের। শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ। বিকাশভবনের পথে SSC চাকরি প্রার্থীরা





















