Cafe Contro: টেন্ডার নিয়ে প্রশ্ন তুলে, অন্য ওয়ার্ডে গিয়ে ক্যাফে বন্ধ! কাঠগড়ায় শাসক কাউন্সিলর
ABP Ananda LIVE: কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। ক্যাফে ও সংলগ্ন পার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শাসক-নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। টেন্ডার নিয়ে RTI, সদুত্তর না পাওয়ায় বন্ধ রাখতে বলা হয়, সাফাই অভিযুক্ত কাউন্সিলরের। ক্যাফেটি ওই কাউন্সিলরের ওয়ার্ডেই নয়, নিয়ম মেনেই অনুমতি দেওয়া হয়েছিল, দাবি তৃণমূল পুরপ্রধানের।
লোকসভা নির্বাচনে রাজ্যে ৩০টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারেনি বিজেপি। সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপি-তে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা স্বতন্ত্র ছিল না বলে যেমন মন্তব্য করলেন, তেমনই জানালেন, দলের সংগঠনের বিষয়ে তাঁর কোনও ভূমিকা নেই। (Suvendu Adhikari)
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাম্প্রতিক কালে একাধিক মন্তব্য করেছেন। কখনও দলের অন্দরে অন্তর্ঘাতের রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন, কখনও আবার সংগঠন নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। বুধবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক এবং CISF-এর একাংশের 'সেটিং' ছিল বলে দাবি করেছেন জগন্নাথ। (West Bengal BJP)