TMC: কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান দেওয়া হয় সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে বাধা দেবেই: কুণাল
ABP Ananda Live: 'যে সিডিউল রাস্তা আছে সেখান দিয়ে যদি মিছিল যায়, কেন ঝামেলা হবে। জেনে শুনে যদি মিছিলটাকে অন্যদিকে দিয়ে নিয়ে যাওয়া যায়, জেনেশুনে যদি এমন কিছু জায়গায় গিয়ে এমন কিছু স্লোগান, এমন কিছু প্রদর্শন করা হয় যেটা এই সামাজিক কাঠামোয় উচিত নয় সেখানে তো পুলিশ প্রশাসন মনে করলে তো বাধা দিতেই পারে। আমাদের এখানে মানুষ শান্তিপ্রিয়, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করে। ধর্মকে নিয়ে যারা রাজনীতির ব্যবসা করতে নেমেছেন, তাঁরা সেই ব্যবসা করতে গিয়ে যদি ধর্ম আচার পালনের থেকে সরে গিয়ে রাজনীতির পরিবেশ তৈরি করতে চায়, তাহল তো পুলিশ প্রশাসন বাধা দেবেই', বললেন কুণাল।
ওড়িশায় ১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরে স্টেশন থেকে ১২৫৫১ ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিটে বিজয়ওয়াড়া এবং আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছয়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয়।



















