Lalit Jha: হালিশহর থেকে নদিয়া..সংসদে বিক্ষোভের ভিডিও একাধিক জায়গায় পাঠিয়েছিলেন ললিত ঝা
তৃণমূলকে 'চোর' আক্রমণ করছে বিজেপি। এর পাল্টা, এবার 'বড় চোর' ক্যাম্পেন শুরু করল তৃণমূল। গতকাল চালসায় শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়তেই পাশের তৃণমূলের পার্টি অফিসে ওঠে চোর-চোর স্লোগান। মালবাজারে তৃণমূলের IT-সেলের তরফে করা হয় 'বড় চোর' ক্যাম্পেন। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি। কুরুক্ষেত্র-সহ দেশের বিভিন্ন পবিত্র জায়গা থেকে আনা হয়েছে মাটি। এখানে তা মেশানো হল গঙ্গার মাটির সঙ্গে। ২৪ ডিসেম্বর, ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আজ হয়ে গেল সংকল্প পুজো। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে গীতাপাঠের অনুষ্ঠান নিয়ে পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। সংসদকাণ্ডে বং কানেকশন আরও জোরালো। শুধুমাত্র, হালিশহরের নীলাক্ষ আইচই নন, নদিয়ার রানাঘাটের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকেও সংসদে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা! রানাঘাটের বীরনগরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকে বেলা ১২.৪১ মিনিটে ভিডিও পাঠিয়ে ললিত লিখেছিলেন, প্রোটেস্ট কিয়া হু। সার্কুলেট করো। রানাঘাটের সেই যুবক সৌরভ চক্রবর্তীর খোঁজ পেল এবিপি আনন্দ