এক্সপ্লোর
Malda: মালদার চাঁচলে তৃণমূল প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ ও স্বজন পোষণের অভিযোগ | Bangla News
কেন্দ্রীয় প্রতিনিধি দলের তদন্ত চলাকালীনই মালদার চাঁচলে তৃণমূল প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ ও স্বজন পোষণের অভিযোগ উঠল। ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের পাশাপাশি, পঞ্চায়েতের কাজের বরাত দিয়েছেন পরিবারের সদস্যদের। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। পঞ্চায়েত ভোটের আগে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা আক্রমণ করেছে শাসকদলও। অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক।
আরও দেখুন






















