এক্সপ্লোর
Malda: মাটি পাচারে জড়িত ব্লক সভাপতি ও IC, বিস্ফোরক অভিযোগ রতুয়ার তৃণমূল বিধায়কের।Bangla News
মাটি পাচারে মদত দিচ্ছেন দলের ব্লক সভাপতি। মাটি মাফিয়ার কাছ থেকে টাকা নিচ্ছেন থানার আইসি-ও। ফুলহার নদী থেকে মাটি পাচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। কাঠগড়ায় তুললেন দলেরই ব্লক সভাপতি ও রতুয়া থানার আইসি-কে। অভিযোগ অস্বীকার করে দলীয় বিধায়ককে কার্যত পাগল অ্যাখ্যা দিয়েছেন তৃণমূলের রতুয়া ১ নম্বর ব্লকের সভাপতি ফজলুল হক। রতুয়া থানার আইসি সুবীর কর্মকারের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে, মাটি পাচার নিয়ে বিধায়কের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। মাটি পাচারের কোটি কোটি টাকার বখরা নিয়ে গন্ডগোল, কটাক্ষ বিজেপির।
আরও দেখুন






















