এক্সপ্লোর
Malda: মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন TMC সদস্য পায়েল খাতুন। Bangla News
মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল সদস্য পায়েল খাতুন। এর আগে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডলও ইস্তফা দেন। কিছুদিন পরেই সভাধিপতি নির্বাচন। তার আগে তৃণমূল সদস্য পায়েল খাতুনের ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। পদত্যাগী সদস্যার দাবি, বিধানসভা ভোটে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই কারণেই ইস্তফা। তৃণমূলের দাবি, বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেন পায়েল ও তাঁর স্বামী। দলের সঙ্গে পায়েলের কোনও সম্পর্ক নেই বলে দাবি শাসকদলের। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও দেখুন






















