(Source: ECI/ABP News/ABP Majha)
Malda News: পুরাতন মালদায় গিয়ে ক্ষোভের মুখে বিজেপি সাংসদ !
জমা জল দেখতে গিয়ে ক্ষোভের মুখে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুরাতন মালদায় ১৩ নম্বর ওয়ার্ডে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি সাংসদ। বৃষ্টির জেরে জল জমে আছে এলাকায়। নিকাশির অব্যবস্থার অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের নেপথ্যে তৃণমূল, অভিযোগ বিজেপি সাংসদের।
বৃষ্টি হলেই এলাকায় জল জমে। পুরাতন মালদায় ওয়ার্ড পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ-বিধায়করা। দায় ঠেললেন তৃণমূল পরিচালিত পুরসভার ঘাড়ে।
কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম।বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে। দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।