Malda News: মাছ লুঠ?মালদার রতুয়ায় বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ABP Ananda Live
Malda Update: রতুয়ায় তৃণমূলের পতাকা নিয়ে বিধায়কের নেতৃত্বে ভাঙচুর। বাজিতপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে ভাঙচুর। ভাঙচুরের পর তৃণমূল বিধায়কের নেতৃত্বে মাছ লুঠেরও অভিযোগ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের। জলাশয় দখল-মুক্ত করতে গিয়েছিলাম, দাবি বিধায়কের। জেলা মৎস্য দফতরকে তদন্তের নির্দেশ মালদার জেলাশাসকের। আরও পড়ুন, লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ। 'জল-যন্ত্রণা'র চেনা ছবি ! কলকাতার বিভিন্ন রাস্তায় জমল জল । কলকাতার অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে ইতিমধ্যেই। ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে ভোর থেকে টানা বৃষ্টি। তার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউর বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং জলমগ্ন। রাস্তার এক প্রান্ত দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। কারণ, অন্য প্রান্তে জল জমে একাকার। র পাশাপাশি শ্যামবাজার-সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ জায়গা, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, স্ট্র্যান্ড রোড সংলগ্ন নর্থ পোর্ট থানা সংলগ্ন জায়গায় জল জমে রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক পাশে বিধান সরণিতে জমেছে জল।