Weather: মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব, রাজ্যসড়কে গাছ ভেঙে ব্যাহত যানচলাচল।Bangla News
ভোররাতে মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব। মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সকাল থেকে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়। বর্ধমান জেলারও কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভোর থেকে মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে সকালের দিকে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।






















