Mamata Banerjee: মেদিনীপুরে 'আমার পাড়া আমার সমাধান' ক্যাম্পে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মেদিনীপুরে কর্নেলগোলাতে 'আমার পাড়া আমার সমাধান' ক্যাম্পে মুখ্যমন্ত্রী। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার সময় 'আমার পাড়া আমার সমাধান' ক্যাম্পে যান মুখ্যমন্ত্রী। কিন্তু ভিড়ের চাপে ক্যাম্পে ঢুকতে পারেননি তিনি। বাইরে থেকে দেখা করেই চলে যান তিনি।
আরও খবর...
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৯ অগাস্টের নবান্ন অভিযান আটকাতে এবার হাইকোর্টে মামলা দায়ের হল। হাওড়ার বাসিন্দার আর্জিতে সাড়া দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আবেদনে উল্লেখ, নবান্ন অভিযান হলে জনজীবন স্বাভাবিকভাবে চলতে পারে না। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।



















