Mamata Banerjee: বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও ভাষা-সন্ত্রাসের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE: বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসেও ভাষা-সন্ত্রাসের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী । একটা কথা লিখি, সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে 'সিং' বলা হয়েছে' । স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অপমান করা হচ্ছে কেন?' । পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা?' 'আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে' 'অসহ্য, আমরা কিন্তু সবসময় দেশপ্রেম,সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি'
আরও খবর....
নবান্ন অভিযানে ধুন্ধুমার, এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে ৭ FIR । মোট ৭টি FIR রুজু কলকাতা ও হাওড়া পুলিশের । ৭টি FIR-র মধ্যে ৫টি কলকাতা ও ২টি হাওড়া পুলিশের । ৪ টি FIR রুজু হয়েছে নিউ মার্কেট থানায় । ১টি FIR রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায় । কোর্টের নির্দেশ অমান্য করে পার্ক স্ট্রিটের দিকে মিছিল' । পুলিশ কনস্টেবলের মাথায় গুরুতর আঘাত'
'হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর'-সহ একাধিক অভিযোগে ৫টি FIR । নবান্ন অভিযান নিয়ে হাওড়া সিটি পুলিশের জোড়া FIR । একটি হাওড়া, অপরটি জগাছা থানায়
বেআইনি জমায়েত, পুলিশের নির্দেশ না মানা, সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক ধারায় FIR




















