FakeSaline:যেভাবে ডাক্তারদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করছেন রাজ্যসরকার,রোগীদের কী সুবিধা?:আসফাকুল্লা
ABP Ananda Live: 'এই যে ব্যাপারগুলো আসছে, যেভাবে ডাক্তার সমাজের মান নিয়ে টানাটানি খেলার চেষ্টা করছেন রাজ্য সরকার এটাতে রোগীদের কী সুবিধা হবে? কোনও চিকিৎসক ডিউটিতে ছিলেন কি ছিলেন না, তিনি রাজ্যের কর্মচারী সেই রাজ্যে নিজস্ব একটা হেল্থ ডিপার্টমেন্ট আছে । সেইসব জায়গায় তাঁদের রোস্টারে ডিউটিতে কারা ছিলেন বা ছিলেন না তা বাছাই বাছাই করে ডিউটির জায়গাগুলো ঠিকঠাক করে দেওয়া আমার মনে হয় ভাল হবে। কোনও চিকিৎসক ছিলেন না, অন্য কোনও চিকিৎসক অপারেশন করেছেন এইসব যে গল্পগুলো তৈরি করা হচ্ছে, মেডিসিনগুলো ব্যান করা হচ্ছে কারণটা তো জানতে হবে। কেন মরছে এবং ভবিষ্যতে এরকমভাবে রোগী যাতে না মারা যায় সেটর চেষ্টা করতে হবে', বললেন আসফাকুল্লা।




















