DA: 'কর্মীদের অধিকার রক্ষার কোনও ইচ্ছা এই সরকারের নেই', বৈঠক থেকে বেরিয়ে বললেন ডিএ আন্দোলনকারীরা
DA: 'বৈঠকের নিটফল শূন্য। রাজ্যের মালকিন যে কথা বলেন, ভৃত্যরা তাই শোনেন। মুখ্যসচিব কোনও সদর্থক জবাব দিতে পারেননি।' বৈঠক থেকে বেরিয়ে এমনটাই বললেন ডিএ আন্দোলনকারীরা। হাইকোর্টের নির্দেশ মেনে অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করল রাজ্য সরকার। কিন্তু নবান্নে ডিএ-বৈঠকে কাটল না জট। শুক্রবার নবান্নের তেরো তলায় ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথমঞ্চের ৫ সদস্য, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ২ সদস্যরা। আন্দোলনকারীরা বলছেন, 'সবক্ষেত্রেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকার কথা বলা হয়েছে। কর্মীদের অধিকার রক্ষার কোনও ইচ্ছা এই সরকারের নেই। আমরা তথ্য দিয়ে বলেছি, রাজ্যের তহবিলের অভাব নেই। ৬ মে কলকাতায় মহামিছিল হবে। চাকরি বিক্রি নিয়ে কী পদক্ষেপ, জবাব দিতে পারেনি রাজ্য। আগামীদিনে লাগাতার ধর্মঘট হবে'। নবান্নে বৈঠকের পর হুঁশিয়ারি যৌথমঞ্চের।