Midnapore College: মেদিনীপুর কলেজে ভর্তি ঘিরে তুলকালাম পরিস্থিতি,TMCP-SFI-র মধ্যে বচসা-হাতাহাতি
ABP Ananda LIVE : মেদিনীপুর কলেজে ভর্তি নিয়ে তুলকালাম। TMCP-SFI-র মধ্যে বচসা-হাতাহাতি। গতকাল থেকে শুরু হয়েছে ভর্তির কাউন্সেলিং। বহিরাগত ঢোকানোর অভিযোগ দুই পক্ষের।কাউন্সেলিংয়েই তুলকালাম।গতকাল থেকে শুরু হয়েছে ভর্তির কাউন্সেলিং। কলেজের বাইরে তাঁবু খাটিয়ে নতুন সদস্য সংগ্রহ অভিযান । বহিরাগত ঢোকানোর অভিযোগ দুই পক্ষের।
আরও খবর...
রাস্তা খারাপ, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।




















