Turkey Earthquake: তুরস্ক ও সিরিয়ায় এখনও পর্যন্ত ৩ হাজার ৮০০-র বেশি মৃত্যুর খবর মিলেছে, আহত অসংখ্য। ABP Ananda Live
তুরস্কে প্রবল ভূমিকম্প। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। সিরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৮ তলা আবাসন। তুরস্ক ও সিরিয়ায় এখনও পর্যন্ত ৩ হাজার ৮০০-র বেশি মৃত্যুর খবর মিলেছে। আহত অসংখ্য। গতকাল ভোরে তুরস্কের দক্ষিণ প্রান্তে প্রবল ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭।ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়া, গ্রিস, ইরানেও প্রবল কম্পন অনুভূত হয়। তাসের ঘরের মতো মাটিতে মিশে যাচ্ছে একের পর এক গগনচুম্বি বাড়ি!!! ধুলোয় ঢেকে যাচ্ছে গোটা এলাকা!!! আর সোমবারের মহাপ্রলয়ের পরও অব্যাহত মৃত্যুমিছিল। সঙ্কটের এই মুহূর্তে তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। তুরস্ক যাচ্ছে NDRF-এর দুটি উদ্ধাকারী টিম, সঙ্গে ডগ স্কোয়াড। প্রচুর ওষুধ ও খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে ভারত থেকে।