Morning Headlines: মমতা-অভিষেকের বাড়ির কাছেই জোড়া খুন! ফ্ল্যাটের মধ্যে গুজরাতি ব্যবসায়ী দম্পতি মৃতদেহ উদ্ধার। দেহে গুলির চিহ্ন, ধারাল অস্ত্রের আঘাত। Bangla News
মমতা-অভিষেকের বাড়ির কাছেই জোড়া খুন! ফ্ল্যাটের মধ্যে গুজরাতি ব্যবসায়ী দম্পত্তির মৃতদেহ উদ্ধার। দেহে গুলির চিহ্ন, ধারাল অস্ত্রের আঘাত।
আততায়ীর খোঁজে ৪০০ মিটার পর্যন্ত গিয়ে থামল স্নিফার ডগ। খুনের পর হেঁটে কিছুটা যাওয়ার পরে গাড়িতে পালায় আততায়ীরা, সন্দেহ পুলিশের
বসার ঘরে কুপিয়ে খুন অশোক শাহকে। বেড রুমে সম্ভবত গুলি করেই রশ্মিতাকে খুন, খাট থেকে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার। মোটিভ নিয়ে রহস্য।
দরজা, আলমারি খোলা। ঘর লন্ডভন্ড, সোনার গয়নাও উধাও। চলছিল টিভি, পড়েছিল খাবার। দম্পতি খুনে লুঠের উদ্দেশ্যও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
হরিশ মুখার্জি রোডে জোড়া খুন! স্থানীয়দের মধ্যে আতঙ্ক। বেসরকারি স্কুলেও এবার সরকারি নজরদারি? শিক্ষা কমিশন তৈরি করছে রাজ্য সরকার। শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি। শিক্ষা কমিশনে বাড়বে জটিলতা, আশঙ্কা বেসরকারি স্কুলের। রাজনৈতিক নিয়ন্ত্রণের চেষ্টা দেখছে বিজেপি। অভিযোগ এলেও চুপ থাকবে সরকার? পাল্টা তৃণমূল।
সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিরও আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর শিক্ষামন্ত্রী। আসছে বিল, মন্ত্রিসভায় পাস।
অনলাইন চেয়ে ছাত্রছাত্রীদের অবরোধ-বিক্ষোভের মধ্যেই অফলাইনেই অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। ২৭ জুন থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ।
এবার আরএসএ-পন্থী পত্রিকাতেই লকেটের ঘরওয়াপসি নিয়ে জল্পনা।
বিজেপির ছাড়ার প্রশ্নই নেই, পুরোটাই তৃণমূলের চক্রান্ত, পাল্টা লকেট।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে পৃথক রাজ্যের দাবিতে সরাসরি কেএএলও-র হুমকি।
কাঁকিনাড়ার কাছে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। সালিশি সভা বসিয়ে মিটমাটের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল নেতা। অস্বীকার পঞ্চায়েত সদস্যর।