Morning Headlines : রেশন দুর্নীতিকাণ্ডে জালে জ্যোতিপ্রিয়I যুক্ত স্ত্রী-মেয়েও, দাবি ইডিরI ABP Ananda
- জ্যোতিপ্রিয়কে (West Bengal minister Jyotipriya Mallick) ইডি (ED) হেফাজতের নির্দেশ আদালতের। শোনার পরই অজ্ঞান প্রাক্তন খাদ্যমন্ত্রী। ভর্তি অ্যাপোলো হাসপাতালে। রিপোর্ট স্বাভাবিক। হাসপাতাল ছাড়লেই শুরু হেফাজত, নির্দেশ কোর্টের।
-শিক্ষা দুর্নীতিতে পার্থর ( Partha Chatterjee ) পর রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়। গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী। মোবাইল পাঠানো হচ্ছে ফরেন্সিকে।
-এরপর হয়তো জেলেই হবে মন্ত্রিসভার বৈঠক, কটাক্ষ শুভেন্দুর।
-রেশন দুর্নীতিকাণ্ডে জালে জ্যোতিপ্রিয়। যুক্ত স্ত্রী-মেয়েও, দাবি ইডির। কীকরে মন্ত্রী-পত্নীর সম্পত্তি এক বছরে ৪৫ হাজার থেকে বেড়ে ৬ কোটির? বিস্মিত বিচারক।
-সারদায় লাল ডায়েরির পর রেশন দুর্নীতি মামলায় রহস্যে মোড়া মেরুন ডায়েরি। মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার বালুদা লেখা মেরুন ডায়েরিতে লেনদেনের তথ্য, দাবি ইডির।
- খোলা বাজারে রেশন সামগ্রী বিক্রি তিন সংস্থার মাধ্যমে। অধিগ্রহণ করতে জ্যোতিপ্রিয়র নির্দেশে লোনের ব্যবস্থা, এখনও ফেরাননি টাকা। জেরায় স্বীকার বাকিবুরের, দাবি ইডির।
-পরিচারক-রাঁধুনির কোম্পানি খুলে রেশন দুর্নীতির টাকা সাইফন! বাকিবুরের আত্মীয়ের অ্যাকাউন্ট হয়ে প্রায় ১০ কোটি ঢোকে জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়ের অ্যাকাউন্টে, দাবি ইডির।