Municipal Election 2021: চার পুরসভার নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, ব্রাত্য রইল হাওড়া | Bangla News
৪ কর্পোরেশনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar)- এই ৪ কর্পোরেশনে ভোট হবে আগামী ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি হবে ভোটগণনা। বিল নিয়ে জটিলতার জন্য ঘোষণা হয়নি হাওড়া কর্পোরেশনের (Howrah) ভোটের তারিখ। মঙ্গলবার এই ৪ কর্পোরেশনের ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে কমিশনের তরফে। মঙ্গলবার থেকেই শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষদিন ৩ জানুয়ারি। এই ৪ কর্পোরেশনের মধ্যে সবথেকে বেশি ভোটার আসানসোলে। এখানে ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ৮৮ জন। বিধাননগরে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪০ জন। শিলিগুড়িতে ভোটার ৪ লক্ষ ২ হাজার ৮৯৫। চন্দননগরে ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯ জন।
![Health News: মানুষ মরছে, মরতে দাও, আপনাদের কী!আপনারা ভোট নিয়ে চিন্তিত,ভোটারদের নিয়ে নয়!: হাইকোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/169b50a2aca62fe2c58d438caaf8f9241739889693253968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)