Humayun Kabir: বিজেপি নেতাদের কেন্দ্র শাসিত অঞ্চলের সওয়াল, হুমায়ুনের হুমকির পাল্টা হুমকি!
ABP Ananda LIVE: বিজেপি নেতাদের কেন্দ্র শাসিত অঞ্চলের সওয়াল, হুমায়ুনের হুমকির পাল্টা হুমকি! হুমায়ুনের পা ভাঙার হুমকির পাল্টা হাতে লঙ্কাগুঁড়ো রাখার হুমকি বিজেপি নেতার । 'আত্মরক্ষার জন্য বাড়িতে রাখুন লঙ্কার গুঁড়ো থেকে রামদা, তির-ধনুক'। ভরতপুরের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি বহরমপুর বিজেপির জেলা সভাপতির । হুমকিকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন, পাল্টা সব ফাঁসের হুঁশিয়ারি।
গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। ২ জুন ২০২৩: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু। ২৬ অগাস্ট ২০২৩: মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু। ১১ অক্টোবর ২০২৩: বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ৫, আহত ৩০। ২৯ অক্টোবর ২০২৩: বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে। ১৩ জনের মৃত্যু, আহত ৫০। ১৭ জুন, ২০২৪: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সরপ্রেস, মৃত্যু ১০ জনের। ১৮ জুলাই, ২০২৪: চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা, মৃত ৩। ৩০ জুলাই, ২০২৪: হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনা, ২ জনের মৃত্যু।