CV Anand Bose : জাফরাবাদে নিহতদের বাড়িতে সিভি আনন্দ বোস। বেতবোনায় বিক্ষোভ
ABP Ananda LIVE : রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের মধ্যেই বেতবোনায় বিক্ষোভ। সিভি আনন্দ বোসের গাড়ি থামতে না দেওয়ার অভিযোগ। রাজ্যপালের কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে রাজ্যপাল। জাফরাবাদে নিহতদের বাড়িতে সিভি আনন্দ বোস। দিয়ে এলেন রাজভবনের পিস রুমের নম্বর।
Suvendu Adhikari: 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই', হুঙ্কার শুভেন্দুর, বললেন, 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'
প্রতিহিংসার আগুনে তপ্ত মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতার পথে নামলেন শুভেন্দু অধিকারী। এলগিন রোডে নেতাজি ভবন থেকে মিছিল করে বিজেপি। মিছিল শেষেই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী নেতা বলেন, 'হিসেব কষে হিংসা হয়েছে মুর্শিদাবাদে। যেসব আসনে বিজেপির ভোট বেশি, সেসব জায়গায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন।'


















