C V Anand Bose: মুখ্যমন্ত্রীর 'বারণ' সত্ত্বেও মালদা যাচ্ছেন রাজ্যপাল
ABP Ananda Live: এখনই হিংসা বিধ্বস্ত এলাকায় না যাওয়ার জন্য় রাজ্য়পালকে অনুরোধ করেছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু সেই অনুরোধকে কার্যত উপেক্ষা করে, মুর্শিদাবাদে যেতে চান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, আজ সন্ধের ট্রেনে করে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল রাজ্যপালের। তারপর শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। পরে রাজভবনের তরফে জানানো হয়, বৃহস্পতিবার রাজ্য়পাল মুর্শিদাবাদ যাচ্ছেন না। শুক্রবার সকালে ট্রেনে করে মালদা টাউনে যাবেন তিনি। মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার জন্য, তড়িঘড়ি দিল্লি সফর কাটছাঁট করে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফেরেন রাজ্যপাল। এদিন রাজভবনে কয়েকজন ঘরছাড়ার সঙ্গে কথা বলেন। যাঁদেরকে নিয়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দিয়েছিল, এবার তার শুনানি এবার হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে!
এবার আসি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে। চার্জশিটে সিবিআই জানিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে দুর্নীতি করেছেন। দুর্নীতিতে ওতপ্রতভাবে জড়িয়ে ছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়ের OSD, প্রবীর বন্দ্যোপাধ্য়ায়ও। CBI-এর চার্জশিটে দাবি করা হয়েছে - কুন্তল ঘোষের প্রধান এজেন্ট ছিলেন সন্তু গঙ্গোপাধ্যায়। যিনি অয়ন শীল, কৌশিক শেঠ, সরিফুল আলমের মতো সাব এজেন্টদের মাধ্যমে অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নিয়েছিলেন।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন, ২৬ হাজার শিক্ষক। SSC-র ২০১৬-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। কী আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার ভাগ্য়ে? প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দিয়েছিল, এবার তার শুনানি এবার হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে!


















