Post Poll Violence: রাজ্য়ে ফের ভোট হিংসার ঘটনা, নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুনের অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য়ে ফের ভোট হিংসার ঘটনা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল। ভোট পরবর্তী হিংসার জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ, বয়স বছর ৩৫। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটেছে বলেছে অভিযোগ। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি। ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।
কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটেছে বলেছে অভিযোগ। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি। ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সূত্রে ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই ক্যারাম খেলছিল হাফিজুর। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। হাফিজুল ছুটে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পরে কোপানোও হয়।