Nadia News : নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাট ! অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য
ABP Ananda LIVE : নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাট ! দেহ উধাওয়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য I পরপর সমাধিস্থল খুঁড়ে রাতের অন্ধকারে দেহ লোপাট ! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও I পুলিশে খবর শ্মশান কর্তৃপক্ষের, ভিডিওর সূত্রে তদন্তে পুলিশ I সমাধিক্ষেত্রে বসল পুলিশ পিকেট I শ্মশান কর্তৃপক্ষের মদতেই দেহ লোপাট, অভিযোগ এলাকাবাসীর I বৈষ্ণব সম্প্রদায়ের অনেকেরই দেহ সমাধিস্থ করার রীতি আছে I নবদ্বীপ মহাশ্মশান চত্বরেই তাঁদের দেহ সমাধিস্থ করা হয় I সমাধিস্থ সেই সব দেহ লোপাট করার অভিযোগ ঘিরে নবদ্বীপে শোরগোল I
কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন
কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন। IC-কে কদর্যভাষায় হুমকি, অনুব্রত নিয়ে পথে নামছে বিজেপি। ৯ জুন: শুভেন্দুর নেতৃত্বে বোলপুর থেকে 'নারী সম্মান' যাত্রার ডাক। ১৬ জুন: নদিয়ার কালীগঞ্জেও শুভেন্দুর নেতৃত্বে 'নারী সম্মান যাত্রা'। রাজ্য জুড়ে আরও বেশ কয়েকটি নারী সম্মান যাত্রার প্রস্তুতি বিজেপির


















