Murder Case : নরেন্দ্রপুরে রড দিয়ে মেরে বাইকে বেঁধে টেনে-হিঁচড়ে যুবককে খুনের অভিযোগ| Bangla News
পঞ্চমীর রাতে মাথায় রডের বাড়ি মেরে জখম করে, দড়ি দিয়ে বাইকের সঙ্গে পা বেঁধে যুবককে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল নরেন্দ্রপুরের রেনিয়ার তিরিশ ফুট এলাকায়। নবমীর রাতে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত যুবকের। বছর পঁয়ত্রিশের যুবকের নাম চন্দন রায়। বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দ পল্লিতে। মৃতের পরিবারের দাবি, বাইক জ্বালানোর অভিযোগে এ বছরের ১ জানুয়ারি স্থানীয় কয়েকজনের সঙ্গে চন্দনের গন্ডগোল ও মারপিট হয়। এরপর থেকে এলাকাছাড়া ছিলেন চন্দন। অভিযোগ, পঞ্চমীর দিন তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করে, বাইকের সঙ্গে পা বেঁধে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। পুলিশের টহলদারি ভ্যান আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার দিনই অভিযুক্ত রীতেশ গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাকি অভিযুক্তদের সন্ধান চলছে।
![Rampurhat:ডিজিট্যাল এক্স রে রুমে জল থই থই, বিকল এক্স রে মেশিন | ফিরে যেতে হচ্ছে রোগীদের | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/93579fe297adc09a9b8428b8ec3313161739617437278894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bank Fraud : বাংলায় একের পর এক ATM জালিয়াতির ঘটনা। যাদবপুরের পর হাওড়া। ব্যাপক চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/e37470bf77857ef3aba4488fb947e5381739613756407535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Pratul Mukhopadhyay: প্রয়াত সঙ্গীতশিল্পী তথা গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। শোকের ছায়া শিল্পীমহলে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/7f13ca17f70e578e27fa74f5a852ce1c1739613172127535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![ATM Fraud : ATM-এর টাকা জালিয়াতদের হাতে চলে যাচ্ছে ? কীভাবে আটকাবেন ? জানালেন সাইবার বিশেষজ্ঞ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/2a8120a1dcfe0c6dc1bfd972fff8c0801739612007222535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Howrah News : গ্যাস কাটার দিয়ে রাষ্ট্রয়াত্ত ব্যঙ্কের ATM মেশিন কেটে লুঠ ! হাওড়ার আলমপুরে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/15/8a53dc179e46e4ffb4b739cd6fd47eef1739606220011535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)