Rampurhat:ডিজিট্যাল এক্স রে রুমে জল থই থই, বিকল এক্স রে মেশিন | ফিরে যেতে হচ্ছে রোগীদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে জল ঢুকে ফের বিকল এক্স রে মেশিন । ড্রেনের জল ঢুকে গিয়ে ৬ দিন ধরে বন্ধ জরুরি বিভাগের ডিজিটাল এক্স রে রুম । ডিজিট্যাল এক্স রে রুমে জল থই থই । ঘরের বাইরে টাঙানো রয়েছে পোস্টারও। ঘর পর্যন্ত এসেও পোস্টার দেখেই তাই ফিরে যেতে হচ্ছে জরুরি বিভাগের রোগীদের
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ ! ক্যানিংয়ের জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার
দক্ষিণ ২৪ পরগনায় বেলাগাম দুষ্কৃতী-রাজ ! বজবজে বোমাবাজির পর ক্যানিংয়ে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার । ক্যানিংয়ের জীবনতলায় ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার । 7 MM পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার। ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডবল ব্যারেল বন্দুকও উদ্ধার। কলকাতা থেকে অস্ত্র-গুলি নিয়ে যাওয়া হয়েছিল, পুলিশ সূত্রে খবর।


















