Naushad: এই হত্যার বিষয়ে যদি সওকত সাহেবকে জিজ্ঞেস করা হয় তাহলে অনেক রহস্যের উন্মোচন হবে: নৌশাদ
ABP Ananda LIVE : এই হত্যার বিষয়ে যদি সওকত সাহেবকে জিজ্ঞেস করা হয় তাহলে অনেক রহস্যের উন্মোচন হবে: নৌশাদ সিদ্দিকি। উত্তপ্ত ভাঙড়ে ফের খুন। ঝরল রক্ত। নৃশংসভাবে খুন হয়ে গেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। স্থানীয় সূত্রে খবর, এই তৃণমূল নেতা যথেষ্ট পরিচিত এলাকায়, বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার তৃণমূল নেতার রাতে বাড়ি ফিরছিলেন। সেখানেই ঘাপটি মেরে ছিল আততায়ীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি কাছাকাছি আসতেই তাঁকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজ্জাক। মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। খুনের ধরন দেখেই পুলিশের অনুমান, অনেকদিন ধরেই তক্কে তক্কে ছিল আততায়ীরা। একেবারে পরিকল্পনামাফইকই খুন করা হয়েছে সওকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতাকে।



















