Netaji Subhas Chandra Bose: জন্মদিনে দেশনায়ককে ঘিরে তুঙ্গে রাজনীতি | AnandaLIVE
নেতাজির (Netaji Subhash Chandra Bose) জন্মদিনে দেশনায়ককে স্মরণ ঘিরে তুঙ্গে রাজনীতি। নেতাজির (Netaji Subhash Chandra Bose) জন্মজয়ন্তী, ভার্চুয়ালি (Virtually) অনুষ্ঠানে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর (Narendra Modi)।'আন্দামানে ২১টি দ্বীপের নামে ছিল পরাধীনতার ছাপ' আন্দামান-নিকোবরের ২১টি দ্বীপের নাম পরিবর্তনের অনুষ্ঠানে দাবি প্রধানমন্ত্রীর।cনেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হল বীর সেনাদের নামে। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) পরমবীর চক্র (Param Vir Chakra) পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই দ্বীপগুলির নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার (Central goverment)। ২০২১ সালে, ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস বলে ঘোষণা করেছিল মোদি সরকার। এর আগে, রস আইল্য়ান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ এবং নীল ও হ্য়াভলককে শহিদ ও স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।