NITI Aayog meeting: আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বয়কট তৃণমূলের
ABP Ananda LIVE: আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বয়কট তৃণমূলের।সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝ পথেই বৈঠক ত্যাগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।আজকের বৈঠকের বিষয় ২০৪৭-এ 'বিকশিত ভারত' গঠনের লক্ষ্যপূরণে 'বিকশিত রাজ্য' তৈরি: সূত্র।
পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি' সিভিক ভলান্টিয়ারের ! কলকাতায় চাঞ্চল্যকর কাণ্ড
আবার পুলিশের উর্দি চুরি করে 'দাদাগিরি'! কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ! গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ। চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ। থানায় ফোন স্থানীয়দের, কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সে, জেরায় স্বীকার নীরজের।
হাইকোর্টের নির্দেশের একদিন পরে এখনও জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে পারেনি কামারহাটি পুরসভা । বাড়ি না ভাঙা নিয়ে অবাক যুক্তি কামারহাটি পুরসভার । এত বড় বাড়ি ভাঙার মত পরিকাঠামো পুরসভার নেই' । সরু গলির ভিতর বাড়ি হওয়ায় ভাঙার সরঞ্জাম ঢোকাতে অসুবিধা, অবাক যুক্তি কামারহাটি পুরসভার চার সপ্তাহের মধ্যে জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট



















