Bhatpara: জয়ী TMC প্রার্থীর ছেলেকে 'মারধর', গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়।Bangla News
ভাটপাড়ায় জয়ী তৃণমূল (TMC) প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়। এলাকা থেকে উদ্ধার হল ৪৬টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীতা সিং। তাঁর ছেলে নমিত সিংয়ের অভিযোগ, আজ সকালে তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেন অর্জুন সিংয়ের দুই আত্মীয় সঞ্জয় ও প্রমোদ সিং। ভাটপাড়ার ১৮ নম্বর গলি থেকে গিয়ে ৪৬টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তৃণমূল ও বিজেপি (BJP) দু পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমা মজুত করার অভিযোগ তুলেছে। পরে অর্জুনের আত্মীয় প্রমোদ সিংকে গ্রেফতার করে পুলিশ। অর্জুন সিংয়ের দাবি, বোমা মজুত করায় জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে ধাওয়া করে জনতা।



















