![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
North 24 Paragana : মহাদেবের জেলায় 'ব্যালট মিষ্টি', তাক লাগালেন অশোকনগরের মিষ্টি কারিগর !
পঞ্চায়েত ভোটে জিততে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনার তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে। আর এবার সেই মহাদেবেরই জেলায় আরও বড় এক কামাল দেখালেন এক মিষ্টি কারিগর। 'ব্যালট মিষ্টি' বানিয়ে তাক লাগাল সেই অশোকনগরের এক মিষ্টির দোকান।
বাঙালির শয়নে-স্বপনে মিষ্টি। বিয়ে থেকে অন্নপ্রাশন, শুভকাজে যার উপস্থিতি না থাকলেই নয়। গণতন্ত্রের উৎসবে সে বাদ নেই। আর যেমন ভাবা, তেমনই কাজ। অশোকনগরের এক মিষ্টি বিক্রেতা এবার বানিয়ে ফেললেন 'ব্যালট মিষ্টি।' তবে এই কাজ উসকে দিয়েছে মূলত পঞ্চায়েত ভোটে ঘটে যাওয়া এবারের একটি অন্যতম ঘটনা।
মূলত, অশোকনগরে যে গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহাদেব মাটি ব্যালট খেয়েছিলেন,'ব্যালট মিষ্টি'-র দোকানটিও সেখানেই অবস্থিত। আর সেখানেই এবার তৈরি হয়েছে পঞ্চায়েত ভোটের, অবিকল ব্যালট পেপারের দেখতে মিষ্টি । যিনি বানিয়েছেন, তাঁর নাম কমল সাহা। ভোটের সময়ও তিনি নানারকম প্রতীকী মিষ্টি বানিয়েছিলেন, বলে জানা গিয়েছে।
![Bhatpara: ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের বরাত তৃণমূল নেতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/22/aca2e9a60bddb55f135117db1369de261727024158260206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)