(Source: ECI/ABP News/ABP Majha)
North 24 Parganas: 'যা বলার আইনজীবী বলবেন', গ্রেফতারির পরও বেপরোয়া আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ
গ্রেফতারির পরও বেপরোয়া আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ। 'ঘটনাস্থলে ছিলাম না, যা বলার আমার আইনজীবী বলবেন', ব্যারাকপুর কোর্টে পেশের সময় মন্তব্য আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্তের। ৪ দিনের পুলিশ হেফাজত শেষে মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্তকে কোর্টে পেশ। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ।
আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কর্মী জয়ন্ত সিং। পুলিশের দাবি, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের কাছে এক পরিচিতর সঙ্গে দেখা করতে এসেছিলেন জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সেখানে হাজির ছিল বেলঘরিয়া থানার পুলিশ। BT রোডের ওপর থেকেই আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং-কে গ্রেফতার করা হয়। এই নিয়ে আড়িয়াদহে গণপিটুনিতে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত-সহ একাধিক অভিযোগ রয়েছে।