North 24 Parganas:উত্তর ২৪পরগনায় গুজবের জেরে গণপিটুনি অব্যাহত,বারাসাতের পর এবার অশোকনগর ও ব্যারাকপুর
ABP Ananda LIVE: উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas)গুজবের জেরে গণপিটুনি অব্যাহত। বারাসাতের(Barasat) পর এবার অশোকনগর ও ব্যারাকপুরের (barrackpore)মোহনপুর। অশোকনগরের ভুরকুণ্ডায় মানসিক ভারসাম্যহীন তরুণীকে মার। তাঁকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশও। অশোকনগরের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোহনপুর গণপিটুনিকাণ্ডে গ্রেফতার ৩।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।
![RG Kar:'CBI-র ওপরও আমাদের কোনও ভরসা নেই,তবে সুবিচারের দাবিতে লড়াই চলবে',বললেন তিলোত্তমার মা ও বাবা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/18/77faaffbcb24a9b5f298b9116174bc701737168969369968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar:'আপনার মেয়ে হয়ত আত্মহত্যা করেছে,কিছুটা মারা গেছে,এই কথা বলা হয়েছিল ফোনে',বললেন নির্যাতিতার মা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/18/25b0ca0bd9c72f071b0f2e8c4d9ed2981737168643313968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: কেন পুলিশের ওপর ভরসা করা যায় না, কী বললেন তিলোত্তমার মা-বাবা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/18/6473931189a24c7714736466934d22ec1737168260207968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News:তথ্য় প্রমাণ লোপাটের উদ্দেশ্য়ে সেমিনার রুমে যাওয়ার জন্য়ই কি হামলা চালানো হয়েছিল RG করে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/18/a3bffe0b85b33202182f208c22d90f341737166447053968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News:কেন ৯০ দিনের মধ্যে CBI চার্জশিট জমা দিতে পারল না?প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/18/3d5d079510b5d8cbd44c8aa78ab1bcf81737166230306968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)