North Bengal Flood News: উত্তরে ভয়াবহ বিপর্যয়, ২০ জনের মৃত্যু। আগামীকাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ ! জিটিএ সূত্রে মিলেছে খবর । জলের তোড়ে ভেঙে গেল সেতু। তলিয়ে গেল রাস্তা। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব। উত্তরে ভয়াবহ বিপর্যয়, ২০ জনের মৃত্যু, জিটিএ সূত্রে খবর। এখনও পর্যন্ত মোট ২০ জনের মৃত্যু হয়েছে। NDRF সূত্রে খবর, এর মধ্যে সারসালিতে মৃত ২, যশবীরগ্রাম ও মিরিক বস্তিতে মৃত ২। ধারগ্রাম ও মেচিতে মৃত ৪ ও মিরিক লেকে মৃত ১ । মিরিক লেকে নিখোঁজ আরও ২ জন । উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, উদ্ধারে নামল NDRF. উত্তরবঙ্গে কাজ করছে NDRF-এর ৩ টিম। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মিরিকে কাজ করছে NDRF.মালদা থেকে রওনা দিয়েছে চতুর্থ টিম । পঞ্চম টিমকে পাঠানো হচ্ছে কলকাতা থেকে।


















